অনন্যসাধারণ মেধার অধিকারী শিশুদের ২০টি লক্ষণ

অনন্যসাধারণ মেধার অধিকারী শিশুদের ২০টি লক্ষণ

আমার সন্তানের মেধা কি ঈশ্বর প্রদত্ত? সব বাবা-মায়ের মনেই এ প্রশ্ন উঁকি দেয়। তিনি নিজ সন্তানকে অন্যদের থেকে আলাদা এবং বিস্ময়করভাবে মেধাবী দেখতে চান। যে শিশুদের বুদ্ধিমত্তা অন্যদের থেকে অনেক এগিয়ে তাদের বলা হয় ‘গিফটেড চাইল্ড’। তবে দেশ, প্রতিষ্ঠান, সংস্কৃতিভেদে ‘গিফটেড চাইল্ড’ ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। অনেক ক্ষেত্রে আইকিউ স্কোর-এর মাধ্যমে এদের চিহ্নিত করা হয়। আবার অনেক ক্ষেত্রে চারিত্রিক বৈশিষ্ট্যের ভিন্নতা বিচারে এদের খুঁজে বের করা হয়।

আপনার সন্তান ‘গিফটেড’ কিনা তা বুঝতে ২০টি লক্ষণের কথা তুলে ধরেছে ‘দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর গিফটেড চিলড্রেন (এনএজিসি)’। আপনিও জেনে নিন লক্ষণগুলো কি কি।

১. খুব দ্রুত, সহজে এবং দক্ষতার সঙ্গে শিখতে পারে।

২. বয়স অনুযায়ী অনেক বেশি শব্দ বা কথা শিখে ফেলে।

৩. কার্যকারণ বিশ্লেষণে বিস্ময়কর কিছু ঘটিয়ে ফেলে। যেমন, দাবা খেলার সাধারণ নিয়ম শিখেই হয়তো দারুণ কৌশলী চাল দিয়ে ফেললো।

৪. স্মৃতিশক্তি দারুণ প্রখর। কিন্তু শেখা ও জানার বিষয়ে আগ্রহ নেই।

৫. নিজেই সবকিছু গুছিয়ে নিতে পারে। এর জন্যে বাইরের সাহায্য সামান্য প্রয়োজন হয়।

৬. কাঠামো, ধারাবাহিকতা এবং সমন্বয়ের প্রতি ব্যাপক আগ্রহী। যেমন- কোনো পাজল মেলাতে খুব আগ্রহী থাকে।

৭. বিভিন্ন ধরনের চিন্তার ক্ষেত্রে নমনীয় আচরণ করে। সীমাবদ্ধ জ্ঞান এলোমেলোভাবে সাজাতে পছন্দ করে।

৮. বন্তু, পরিস্থিতি অথবা ঘটনা সম্পর্কে ব্যাপক আগ্রহী থাকে এবং জানতে উত্তেজনা নিয়ে নানা প্রশ্ন করে।

৯. লেখাপড়ায় অধিকাংশ বিষয়ে ভালো ফল করে।

১০. মনোযোগ ঢেলে দেওয়ার ক্ষেত্রে মারাত্মক সিরিয়াস। এ সময় পৃথিবীর যাবতীয় বিষয় তাকে স্পর্শ করে না।

১১. খুব সাবধানী এবং প্রশ্নের উত্তর দিতে আগ্রহী। এলোমেলো প্রশ্নের জবাব জানা থাকলে ঝটপট দিয়ে ফেলে।

১২. নিজস্ব উপায়ে সমাধান বের করতে ওস্তাদ। অপ্রচলিত উপায়ে ঠিক সমাধান বের করে ফেলে।

১৩. বিজ্ঞান অথবা সাহিত্যের বিষয়ে অদ্ভুতরকমের আকর্ষণ দেখা যায়।

১৪. কথাবার্তা এবং লেখার ক্ষেত্রে মৌলিক আচরণ দেখা যায়।

১৫. সূত্র বা সমীকরণের সমাধান বের করতে দারুণ আগ্রহী। ভুল হলে তা মুছে ঠিক করা, মাঝখানের ভুল বের করা এবং বিশ্লেষণে খুব চটপটে।

১৬. আবেগগত দিক থেকে তারা নিরাপদ।

১৭. পরিস্থিতি বা বন্ধুমহলে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়।

১৮. সাধারণ জ্ঞানের প্রচুর নমুনা তাদের কাজ-কর্মে স্পষ্ট হয়ে ওঠে।

১৯. জটিলতা নিয়ে ঘাঁটাঘাটি করতে আগ্রহী থাকে।

২০. চারপাশের পরিবেশকে ইন্দ্রিয়ের সাহায্যে উপভোগ করার চেষ্টা করে।
সূত্র : এমএসএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.