অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগ চায় রিহ্যাব

আবাসন খাতকে চাঙ্গা করতে অপ্রদর্শিত অর্থ এ খাতে বিনিয়োগের সুযোগ চেয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এ অর্থ দেশে বিনিয়োগের সুযোগ হলে বিদেশে টাকা পাচার কমবে বলে মনে করে সংগঠনটি।

আজ শনিবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল হক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল হক জানান, ব্যাংক সুদের উচ্চ হার, গ্যাস সংযোগ বন্ধ, সোলার প্যানেল সংযোগ শর্তে বিদ্যুৎ সংযোগ, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়হীনতাসহ নানা সংকটে রয়েছে আবাসনশিল্প। গত কয়েক বছরের মধ্যে এখন সবচেয়ে ক্রান্তিকাল পার করছে এই শিল্প। এসব সমস্যা সমাধানের পাশাপাশি আবাসন খাতে বিনিয়োগ বাড়লে এ খাত আবারও চাঙ্গা হবে।

সম্প্রতি ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের এক প্রতিবেদনের কথা উল্লেখ করে রবিউল হক বলেন, ২০১৩ সালে দেশ থেকে ৯৬৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বা ৭৭ হাজার ৩২৮ কোটি টাকা পাচার হয়েছে, যা তার আগের বছরের চেয়ে ৩৪ শতাংশ বেশি। সরকার অপ্রদর্শিত টাকা এ খাতে বিনিয়োগ করার সুযোগ দিলে এ খাত আরো গতিশীল হবে। পাশাপাশি দেশ থেকে টাকা পাচার কমবে।

রিহ্যাবের সহসভাপতি আরো বলেন, ‌‌‍‘সরকার বিগত বাজেটে অপ্রদর্শিত অর্থ আবাসনশিল্পে বিনিয়োগের সুযোগ দিলেও আমরা আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ১৯ বিধিতে ইনডেমনিটি রাখার দাবি করেছিলাম। কিন্তু তা করা হয়নি। এর ফলে ব্যাপকভাবে টাকা পাচার হয়ে যাচ্ছে বলেও মনে করে রিহ্যাব।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৩-২৭ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী ‌‌‌রিহ্যাব মেলা-২০১৫ অনুষ্ঠিত হবে। এবারের মেলায় ২৫টি বিল্ডিং মেটেরিয়াল ও আর্থিক প্রতিষ্ঠানসহ দেড় শতাধিক আবাসন প্রতিষ্ঠানের স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। প্রতিবারের মতো এবারও ৫০ টাকার একক টিকেট এবং ১০০ টাকার মাল্টিপল টিকেট থাকছে।

সংবাদ সম্মেলনে রিহ্যাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূইয়া বলেন, এটি আবাসন খাতের সবচেয়ে বড় মেলা। এক হাজার ১২৮ সদস্যের আবাসন প্রতিষ্ঠান পরিবেশবান্ধব ও নিরাপদ আবাসনের স্বপ্ন পূরণে কাজ করছে। মেলার উদ্দেশ্য ক্রেতা-বিক্রেতাদের মধ্যে যোগাযোগ স্থাপন করা। মন্দার বাজারে এ মেলার মাধ্যমে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধ তৈরি হবে। রাজনৈতিক অবস্থা স্থিতিশীল থাকায় এবারের মেলায় ভালো সাড়া পাওয়া যাবে বলে আশা করছে রিহ্যাব।

সংবাদ সম্মেলনে রিহ্যাব মেলার স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান (ওভারসিস) শাকিল কামাল চৌধুরী ও কমিটির কো-চেয়ারম্যান (লোকাল) ইঞ্জিনিয়ার সরওয়ার্দী ভূইয়া উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.