অভিনয়ে পাঁচ সঙ্গীতশিল্পী

অভি মঈনুদ্দীন ।

এবারই প্রথম একসঙ্গে একই টেলিফিল্মে অভিনয় করছেন পাঁচ সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী, আগুন, মেহরাব, সিঁথি সাহা ও পড়শী। আগুন, মেহরাব, সিঁথি ও পড়শী এর আগে অভিনয় করলেও এবারই প্রথম অভিনয় করছেন ডলি সায়ন্তনী।

এ প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, ‘এর আগেও অভিনয়ে আমার প্রস্তাব এসেছিলো। কিন্তু অভিনয়ে আগ্রহ জন্মায়নি, তাই করা হয়ে উঠেনি। কিন্তু এবার যখন শুভ্র দাদার মাধ্যমে প্রস্তাবটি আসে কীভাবে যেন আমি সম্মতি দিয়ে দেই। সব মিলিয়ে আসলে এখন এক মিশ্র অনুভূতি যা ভাষায় প্রকাশ করতে পারছিনা। তবে অন্যরকম এক অনুভূতি। দর্শকের কেমন লাগবে জানি না।’

আরিফ খানের নির্দেশনায় ফারিয়া হোসেনের রচনায় পাঁচ সঙ্গীতশিল্পী ‘শ্রাবণ এসেছিলো গান হয়ে’ টেলিফিল্মে অভিনয় করছেন। ৬ সেপ্টেম্বর রাজধানীর উত্তরায় টেলিফিল্মটির শুটিং শেষ হবে। এতে আগুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন ডলি সায়ন্তনী পলিরূপে। পলির ছোট বোন মলি চরিত্রে অভিনয় করছেন পড়শী। তিথি চরিত্রে অভিনয় করছেন সিঁথি, মিশুক চরিত্রে মেহরাব এবং সীমান্ত চরিত্রে অভিনয় করছেন শুভ্র দেব। এতে শাহেদ চরিত্রে আগুন অভিনয় করছেন।

আগুন বলেন, ‘ ফারিয়া আপার গল্প বলার ধরনটা আমার কাছে খুব ভালো লেগেছে। অভিনয় করতে এসে কন্ঠশিল্পীদের পেয়ে বেশ ভালোলেগেছে আমার। দর্শকের কাছে ভালো লাগার মতো একটি টেলিফিল্ম হবে এটি।’

মেহরাব বলেন, ‘এর আগে আমি অভিনয় করেছি। কিন্তু সেটা খুব উল্লেখ করার মতো নয়। তবে এবারের কাজটি আশা করি ভালো কিছুই হবে। ’

সিঁথি সাহা বলেন, ‘আমি এর আগে হুমায়ূন স্যারসহ আরো বেশ কজন নির্মাতার নির্দেশনায় কাজ করেছি। আরিফ ভাইয়ের টেলিফিল্মের গল্পটা খুব ভালোলেগেছে।’

পড়শী বলেন, ‘এর আগে আমি সিনেমাতে অভিনয় করেছি। তবে ছোটবেলাতেও অভিনয় করেছি আমি। এ নাটকে আমি ও মেহরাব ভাই জুটি হয়ে অভিনয় করছি। যেহেতু সঙ্গীতশিল্পী আমি, তাই অভিনয়টা আমার কাছে কঠিনই। কিন্তু আরিফ ভাই খুব সহযোগিতা করছেন। ’

আরিফ খান জানান আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে ‘শ্রাবণ এসেছিলো গান হয়ে’টেলিফিল্মটি। এদিকে এরইমধ্যে এই টেলিফিল্মে অভিনয়ের কাজ শেষ করে আমেরিকা গেছেন শুভ্র দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.