অভিনয়ে শাফিনের অভিষেক
আলমগীর কবির: চাঁদ তারা সূর্য নও তুমি/নও পাহাড়ি ঝরনা/যদি বলি ফুল তবুও হবে ভুল/তোমার তুলনা যে হয় না। এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী শাফিন আহমেদ যুক্ত হচ্ছেন অভিনয়ের সাথে। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘মাইলস’ ব্যান্ডের প্রধান ভোকাল নিজেই এ ঘোষণা দেন। সব কিছু ঠিক থাকলে চলতি মাসের ২৮ তারিখ তিনি শুটিংয়ে অংশ নেবেন।
এ ব্যাপারে শাফিন আহমেদ বলেন, কনসার্টের কারণে শুটিংয়ের জন্য শিডিউল মেলাতে পারছিলাম না। অনেক হিসাব করে ২৮ তারিখ সময় বের করেছি। ওই দিনই অভিনয়ের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়াব।
জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী অভিনয় করবেন গোয়েন্দা চরিত্রে। নাটকের নাম মিডনাইট ফ্যালকন। পরিচালনা করবেন তারিক মুহাম্মদ হাসান। শাফিন আহমেদের চরিত্রটি একজন গোয়েন্দার হলেও তাকে সঙ্গীতপরিচালক হিসেবেই পর্দায় দেখা যাবে।
শাফিন আহমেদ বলেন, মিডনাইট ফ্যালকন গতানুগতিক নাটক থেকে একটু আলাদা হবে। প্রতিটি সিকুয়েন্সেই রহস্য থাকবে। মূলত এ কারণেই আমি অভিনয় করতে রাজি হয়েছি।
ছোটবেলা থেকে গোয়েন্দা কাহিনী আমার ভালো লাগে। বিশিষ্ট লেখকের অনেক বই আমি পড়েছি। কল্পনায় অনেক গোয়েন্দা চরিত্রে সেজেছি। তিনি বলেন, পরিচালক তারিক নাটকটি লেখার সময় আমার পরামর্শ নিয়েছে। যেভাবে চেয়েছি সেভাবেই এর গল্প তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, একজন সঙ্গীতশিল্পী অভিনয়ের মাধ্যমে বিষয়টি কতটা বাস্তবসম্মতভাবে উপস্থাপন করতে পারে।