অর্ডার দিলেই তাৎক্ষনিক বই ছাপিয়ে বিক্রি হয় যেখানে
সালমা পারভীন : ফরাসি একটি বইয়ের দোকানে পাঠকের চাহিদা অনুযায়ী বই তাৎক্ষণিকভাবে ছাপিয়ে বিক্রি করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন পাঠক পাড়ায়। ডিজিটাল লাইব্রেরীতে থাকা ৩০ লাখ বই থেকে নিজের ইচ্ছেমত বই অর্ডার দেন পাঠকরা। তারপর সময় কাটানোর জন্য এককাপ কফি খেতে থাকেন কাষ্টমারটি। কিছুক্ষণের মধ্যেই ছাপিয়ে বাঁধাই করে বইটি হাজির করা হয় বিক্রেতার সামনে।
অভিনব এই বই বিক্রির পদ্ধতি বই বিক্রির ক্ষেত্রে বিপ্লব এনে দিয়েছে। পাঠকরা তাদের চাহিদামতো বই অর্ডার করছেন আর কিছুক্ষন অপেক্ষা করেই নিয়ে যাচ্ছেন তাদের পছন্দের বই। পুরো ইউরোপে এমন দোকান আছে মাত্র একটি।
লেস প্রেসেস ইউনিভার্সিটিজ দে ফ্রান্স এনেছে শিল্পজাত প্রিন্টার নাম এসপ্রেসো বুক মেশিন। কয়েক মিনিটের মধ্যেই বই ছাপানো, বাঁধানো ও পরিপাটি করে সাজানোর কাজ করে এ মেশিন।
এসপ্রেসো বুক মেশিন বদলে দিয়েছে দোকানে বইয়ের স্তুপের সংস্কৃতি। শুধুমাত্র ৭২ স্কয়ার মিটার জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এই দোকানটি।
মেশিনটি লাইব্রেরি মানের বই প্রকাশ করে যা অন্যান্য বইয়ের দোকানের দামেই বিক্রি হয়।
ইন্ডিপেনডেন্ট টিভি থেকে নেয়া