অর্থ এবং সাফল্য শান্তি দিতে পারে না
‘টাইটানিক’ খ্যাত হলিউডের বিখ্যাত নায়ক লিওনার্দো ডি ক্যাপ্রিও সম্প্রতি ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকায় একটি সাক্ষাৎকারে তার জীবনদর্শন সংক্রান্ত কথা বলেছেন।
ডি ক্যাপ্রিও বলেন, ‘অর্থ ও সাফল্য মানুষের জীবনে সুখ আনতে পারে না। আমি প্রথম জীবনে অর্থ-সম্পদ অর্জনকেই জীবনের একমাত্র ব্রত হিসেবে নিয়েছিলাম। কিন্তু জীবনের অনেকটা সময় অতিক্রম হওয়ার পর আমি অনুধাবন করেছি সম্পদ, সাফল্য মানুষকে প্রকৃত সুখ দিতে পারে না। আপনি যদি আপনার সামর্থ্যের মধ্যেই পৃথিবীর জন্য কিছু করতে পারেন তাহলে যে আত্মতৃপ্তি লাভ করবেন সেটাই প্রকৃত সুখ’। -আরটিএনএন