অল্প কথা …

বেলাল মোহাম্মদ জীবন
.
ঘুষ
.ফাইল আটকিয়ে
দাঁত কেলিয়ে
ঘুষের টাকা ঘেঁটে !
মাটির ডিপো
বিশাল বপু
নোংরা হাওয়া পেটে !!

হাত , অসহায়ের জন্য

.বস্তি আবাস
ফুটপাতে বাস
ডাকে করুণ সুরে !
ঐ অসহায়
কেউ হোক সহায়
ক্ষুধায় যে পেট পুড়ে !!
.
নোংরা ঘেটে
কিছু পেটে
এতেই ওরা ধন্য !
পেটের ক্ষুধায়
কেউ না সুধায়
ডাস্টবিন ওদের জন্য !!
.
আছে অনেক
দিয়ে খানেক
নিরন্নে পাক অন্ন ,
না এড়িয়ে
দেই বাড়িয়ে
হাত , গরীবের জন্য !
.
খেয়ে সাবাড়
খাবারদাবার
কিছুতো যায় বেচে ,
নয় ভাগাড়ে
নেক নজরে
দেই নিরন্নে যেচে ।।
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.