আইটেম গানে মানসী প্রকৃতি
আগামী ১২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে চলচ্চিত্র ‘মেঘকন্যা’। ছবির একটি আইটেম গানে অংশ নেন নায়িকা মানসী প্রকৃতি। মিনহাজ অভি পরিচালিত এই ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন ফেরদৌস ও নিঝুম রুবিনা। ছবিটি প্রযোজনা করেছে জয়া মিডিয়া প্রোডাকশন। বান্দরবানে ছবির আইটেম গানের শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন প্রকৃতি। এর আগে জেসমিন আক্তার নদী পরিচালিত ‘জল শ্যাওলা’ ছবিতে নায়ক সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেছেন তিনি।
ছবি : মোহাম্মদ সেলিম
Source: ntvonline.