আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে মুস্তাফিজ
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) ২০১৮ সালের পারফরমেন্সের ভিত্তিতে প্রকাশ করেছে বর্ষসেরা ওয়ানডে একাদশ। একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন পেসার মুস্তাফিজ রহমান। আফগানিস্তান এবং নিউজিল্যান্ড থেকেও স্থান পেয়েছন একজন করে। তবে ভারত এবং ইংল্যান্ড থেকে চার জন স্থান পেয়েছেন। বর্ষসেরা এই ওয়ানডে একাদশের অধিনায়ক হিসেবে আছেন বিরাট কোহেলি। ওয়ানডেতে ২০১৮ সালটা দারুন কেটেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশের জার্সিতে ১৮ ম্যাচে মাত্র ৪.২০ ইকোনমিতে শিকার করেছেন ২৯টি উইকেট।
বর্ষসেরা ওয়ানডে একাদশ
১.রোহিত শর্মা (ভারত)
২.জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)
৩.বিরাট কোহেলি (ভারত)
৪.জো রুট (ইংল্যান্ড)
৫.রস টেলর (নিউজিল্যান্ড)
৬.জস বাটলার (ইংল্যান্ড)
৭.বেন স্টোকস (ইংল্যান্ড)
৮.মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
৯.রশিদ খান ( আফগানিস্তান)
১০.কুলদ্বীপ যাদব (ভারত)
১১.জাসপ্রিত বুমরাহ (ভারত)