আওয়ামী লীগের প্রচারে রাজনীতিকদের সঙ্গে শমী কায়সার
আওয়ামী লীগের প্রচারে রাজনীতিকদের সঙ্গে শহীদ বুদ্ধিজীবী কন্যা শমী কায়সারও অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার চালানোর জন্য সাত বিভাগের সাতটি প্রচার টিম গঠন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রবিবার বিকালে দলটির সভাপতিমন্ডলীর সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহিত হয়।
সংসদ সদস্য নন এমন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে নির্বাচনী প্রচার টিম গঠন করা হয়েছে।