আজকে সারা দুপুর
রমজান আলী মামুন
হিম হিম হিম
মেঘলা আকাশ
শিশির ঝরে টুপুর,
আজকে সারা দুপুর।
গাঁদা ফুলের
গাছ যেনো আজ
ভিজে কী স্যাঁত স্যাঁতে,
মাড়িয়ে ঘাস-
হয়না যাওয়া
একটু আদর পেতে।
সূর্য মামা
কোথায় হাওয়া
রোদের গড়া উপুর
নিয়ম মাফিক
দেয় না ধরা
আজকে সারা দুপুর।