আতাউস সামাদ : জীবনে ও পেশায়
বরেণ্য সাংবাদিক আতাউস সামাদ না-ফেরার দেশে চলে গেছেন ক’বছর হলো। তবুও ‘বিবিসির আতাউস সামাদ’ নামে স্মরণ করে মানুষ তাঁকে।
স্মরণের নানা পন্থা আছে। কেউ মানুষের মুখে মুখে বেঁচে থাকেন, কেউ বা লিখিত রূপে – বইয়ের পাতায়। আতাউস সামাদ আছেন দু’ভাবেই।
আতাউস সামাদকে নিয়ে সাংবাদিক-গবেষক জাকির হোসেন প্রকাশ করেছেন এক চমৎকার স্মারকগ্রন্থ – ‘আতাউস সামাদ : জীবনে ও পেশায়’। বইটি ব্যক্তি ও সাংবাদিক আতাউস সামাদের পরিপূর্ণ একটি ছবি দেখিয়ে দেবে অনাগত দিনের মানুষকে, বিশেষ করে মিডিয়ার মানুষদের।
বইটিতে যেমন বিশিষ্ট সাংবাদিকরা লিখেছেন, তেমনি লিখেছেন কাদের সিদ্দিকী, সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের মতো ‘ভিন্ন জগতের’ মানুষরাও। নানা মত-পথের মানুষদের লেখা সংগ্রহ, সম্পাদনা ও পরিবেশনার জন্য সম্পাদক জাকির হোসেন অবশ্যই সাধুবাদ পেতে পারেন।
আরো একটি ক্ষেত্রে ব্যতিক্রমের স্বাক্ষর রেখেছেন তিনি। আজকাল কয়েকটি লেখা সংগ্রহ এবং বই আকারে প্রকাশ করেই ‘সম্পাদক’ বনে যান প্রায়-সবাই। সম্পাদক যে সংগ্রাহক নন, বরং তার চাইতে অনেক বেশি কিছু – এ বোধটুকুও তাদের নেই। জাকির হোসেন এক্ষেত্রে ব্যতিক্রম। তিনি একটি সুন্দর সম্পাদকীয় উপহার দিয়ে প্রকৃত সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
বইটি প্রকাশ করেছে বিজয় প্রকাশ। মিডিয়াপিপল এবং মিডিয়া বিষয়ে আগ্রহী মানুষদের বইটি অবশ্যই পড়তে বলবো।
হুমায়ুন সাদেক চৌধুরী