আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান আশরাফুল

ঢাকা, বাসস : পাঁচ বছরের নিষিদ্ধাদেশ শেষ হওয়ার পর আবারো বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান মোহাম্মদ আশরাফুল। ম্যাচ ফিক্সিং এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ২০১৩ আসরে স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের নিষেধাজ্ঞা আগামী ১৩ আগস্ট শেষ হওয়ার পর পুনরায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান সাবেক এ অধিনায়ক। ২০১৬ সালের ১৩ আগস্ট থেকে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি পাওয়ায় আনুষ্ঠানিকভাবে এ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএলে ফিরতে তার জন্য আর কোন বাধা থাকবে না।
পুনরায় জাতীয় দলের হয়ে খেলার সুযোগ সৃষ্টি হওয়ায় আনন্দিত আশরাফুল বলেন, গত পাঁচ বছর ধরে তিনি এ দিনটির অপেক্ষায় ছিলেন।
ইএসপিএনক্রিকইনফোকে আশরাফুল বলেন, ‘দীর্ঘ দিন ধরে আমি ২০১৮ সালের ১৩ আগস্ট দিনটির জন্য অপেক্ষা করছি। পাঁচ বছরেরও বেশি সময় আগে আমি নিজের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছিলাম। অবশ্য গত দুই বছর আমি ঘরোয়া ক্রিকেটে কিছু ম্যাচ খেলেছি, এখন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আমার কোন বাধা নেই। পুনরায় বাংলাদেশের হয়ে খেলতে পারাটা হবে আমার সবচেয়ে বড় অর্জন।’
গত দুই মৌসুমের মধ্যে তার উল্লেখযোগ্য পারফরমেন্স ছিল ২০১৭-১৮তে ঢাকা প্রিমিয়ার লীগে লিস্ট এ’তে পাঁচটি সেঞ্চুরি।
ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর লিস্ট-এ’তে ২৩ ম্যাচে তার গড় রান ৪৭ দশমিক ২৩। তবে প্রথম শ্রেণীতে খুব ভালো করতে পারেননি। ১৩ ম্যাচে একটি সেঞ্চুরিসহ গড় রান ২১ দশমিক ৮৫। তিনি বলেন, ‘খেলায় ফেরার পর আমার প্রথম মৌসুমটি খুব ভালো কাটেনি। তবে ২০১৭-১৮ মৌসুমে আমি ভালো করেছি। আগামী মৌসুমগুলোতে আমি আরো ভালো করার আশা করছি।’
তিনি আরো বলেন, ‘এখন আমি নিজের পারফরমেন্স দিয়ে নির্বচনের জন্য বিবেচিত হতে পারবো। ইতোমধ্যেই আমি এক মাসব্যাপী অনুশীলন সূচি শেষ করেছি এবং ১৫ আগস্টের পর আগামী মৌসুমের ন্যাশনাল ক্রিকেট লীগের আগে মৌসুম-পূর্ব অনুশীলন শুরু করবো।’
২০১৪ সালের জুন মাসে বিপিএল দুর্নীতি বিরোধী ট্রাইবুনাল আশরাফুলকে আট বছরের জন্য নিষিদ্ধ ও ১০ লাখ টাকা জরিমানা করে। একই বছর সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) শৃংখলা কমিটি নিষিদ্ধাদেশ কমিয়ে পাঁচ বছর করে। যার মধ্যে শেষ দুই বছরের জন্য সাসপেন্ড করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.