আফগানিস্তানকে ৬২ রানে হারালো বাংলাদেশ

মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ের পর সাকিবের পাঁচ উইকেটে আফগানিস্তানকে ৬২ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে এই জয়ে টিকে থাকল বাংলাদেশের শেষ চারের আশা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৬২/৭ (৫০ ওভার) (লিটন ১৬, তামিম ৩৬, সাকিব ৫১, মুশফিক ৮৩, সৌম্য ৩, মাহমুদউল্লাহ ২৭, মোসাদ্দেক ৩৫, সাইফউদ্দিন ২*; মুজিব ৩৯/৩, দৌলত ৬৪/১, নবী ৪৪/১, নাইব ৫৬/২, রশিদ ৫২/০, রহমত ৭/০)

আফগানিস্তান: ২০০/১০ (৪৭ ওভার) (নাইব ৪৭, রহমত ২৪, শহিদি ১১, আজগর ২০, নবী ০, শেনওয়ারি ৪৪*, ইকরাম ১১, নাজিবুল্লাহ ২৩, রশিদ ২, দৌলত ০, মুজিব ০*; মাশরাফি ৩৭/০, মুস্তাফিজ ৩২/২, সাইফউদ্দিন ৩২/০, সাকিব ২৯/৫, মিরাজ ৩৭/০, মোসাদ্দেক ২৫/১)