আবার ঢাকার ছবিতে নচিকেতা
ঢাকার ছবিতে প্রায়শই ভারতীয় কণ্ঠশিল্পী নচিকেতার গান শোনা যায়। এবার ভিন্ন আঙ্গিকে ধরা দিচ্ছেন এ শিল্পী। ঢাকার ছবিতে রবীন্দ্রসঙ্গীত গাইবেন তিনি। ছবির নাম ‘মাটি’। পরিচালনা করছেন আজিজুর রহমান। রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ে গান ‘ও আমার দেশের মাটি’ এ ছবিতে ব্যবহার করা হবে। এ গানটিতে নতুন করে কণ্ঠ দেবেন নচিকেতা। জানুয়ারির প্রথম সপ্তাহে গানটির রেকর্ডিং হবে বলে প্রযোজনা সূত্রে জানা যায়। এ ছবিতে অভিনয় করছেন জায়েদ খান ও পিয়া বিপাশা। গান রেকর্ডিংয়ের পরপরই ছবিটির শুটিং শুরু হবে। ছবিতে আরও অভিনয় করবেন ববিতা, আহমেদ শরীফ ও শম্পা রেজা। প্রসঙ্গত, ছবিটির কাজ ২০১১ সালে শুরু হয়েছিল। শুরুতে এ ছবিতে সোহা আলী খানের অভিনয় করার কথা থাকলেও পরবর্তীতে ছবির কাজ বন্ধ হয়ে যায়।