আবার মেলানিয়া রহস্য
মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে আবারও রহস্য দানা বাঁধতে শুরু করেছে। এমনিতে তাঁকে গত প্রায় এক মাস ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না, তার ওপর তাঁর মুখপাত্র স্টেফানি গ্রিশাম রবিবার এবিসি নিউজকে জানিয়েছেন যে কানাডার কুইবেকে আগামী শুক্র ও শনিবার অনুষ্ঠেয় জি৭ বৈঠক কিংবা সিঙ্গাপুরে ১২ জুন অনুষ্ঠেয় ট্রাম্প-কিম শীর্ষবৈঠক – কোনোটাতেই প্রেসিডেন্টের সঙ্গী হচ্ছেন না ফার্স্ট লেডি।
কেন? এরও কোনো জবাব দেননি স্টেফানি। তবে রবিবার সন্ধ্যায় সিএনএনকে জানান, ফার্স্ট লেডি মেলানিয়া সোমবার হোয়াইট হাউসে গোল্ড স্টার মিলিটারি ফ্যামিলির সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তবে এ অনুষ্ঠানেও সাংবাদিকদের প্রবেশ নিষেধ।
মেলানিয়াকে সর্বশেষ জনসমক্ষে দেখা যায় ১০ মে ; উত্তর কোরিয়ার কারাগার থেকে ছাড়া পাওয়া আমেরিকানদের সংবর্ধনা অনুষ্ঠানে।
দিনের পর দিন ফার্স্ট লেডির এভাবে পর্দার অন্তরালে থাকা নিয়ে অনেক গুজব রয়েছে। বলা হয়, হয় প্রেসিডেন্টের সঙ্গে তাঁর মোটেই বনিবনা হচ্ছে না অথবা তিনি গুরুতর অসুস্থ। অবশ্য এটাও ঠিক যে গত ১৪ মে তিনি হাসপাতালে ভর্তি হন এবং ১৯ মে পর্যন্ত সেখানে থাকেন। হোয়াইট হাউসের তরফ থেকে এ ব্যাপারে জানানো হয় যে ফার্স্ট লেডি কিডনির দুর্বলতায় ভুগছেন।
এ সময় তাঁকে ছাড়াই ক্যাম্প ডেভিডে এক সপ্তাহ ছুটি কাটিয়ে আসেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এদিকে গত সপ্তাহে মেলানিয়া নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করেন যে তিনি ”খুব ভালো” আছেন এবং হোয়াইট হাউসে “‘কঠোর পরিশ্রম” করে চলেছেন। কিন্তু লেখার স্টাইলটি এতো বেশি তাঁর স্বামীর (ট্রাম্প) মতো যে কেউ এটিকে বিশ্বাস করতে চায়নি। সূত্র : ইয়াহু