আমার জন্মভূমি বাংলাদেশ

আমার জন্মভূমি বাংলাদেশ- রমজান আলী মামুন

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে খ্যাতিমান লেখক রমজান আলী মামুন এর কিশোর কবিতা গ্রন্থ “আমার জন্মভূমি বাংলাদেশ”।
রমজান আলী মামুন একজন সমাদৃত সুলেখক। সাহিত্যের নানা অঙ্গনকে শিল্পী রাঙিয়েছেন তাঁর ভাবনার, লেখার, প্রকাশের নিপুণতায়। একজন সহজ মনের, সারল্যপূর্ণ, বিনয়ী লেখক তিনি; একজন মানবিক মানুষ। অনায়াসে তাঁর অসাধারণ যোগ্যতাগুলো গ্রহণযোগ্যতা অর্জন করেছে ছোট বড় সকল বয়সী মানুষের হৃদয়ে।
এবারের বইমেলায় “অক্ষরবৃত্ত প্রকাশন” বের করেছে লেখক রমজান আলী মামুন এর এই কিশোর কবিতা গ্রন্থটি।
বরাবরের মতোই এই কিশোর কাব্যগ্রন্থটি ও সকলের কাছে সমাদৃত হবে, সকলেই বইটি সংগ্রহ করবেন প্রত্যাশা করছি।

বইটি পাওয়া যাচ্ছে

* শব্দশিল্প প্রকাশন (ঢাকা বইমেলা ২০১৮) স্টল নং- ৫৭২, ৫৭৩
* বলাকা প্রকাশন (ঢাকা বইমেলা ২০১৮) স্টল নং- ৬৫৫
* চর্চাগ্রন্থ প্রকাশ (ঢাকা বইমেলা ২০১৮) স্টল নং- ৬৫৫
* অক্ষরবৃত্ত প্রকাশন ( চট্টগ্রাম বইমেলা ২০১৮)
* বাতিঘর
* সাহিত্য বিচিত্রা
* অমর বই ঘর

?সাহিত্য – সংস্কৃতি ও সমাজসেবায় নিবেদিত বারোজনকে বইটি উৎসর্গ করা হয়েছে। তারা হলেন – ড. আনোয়ারা আলম/রেহেনা চৌধুরী/বদরুননেসা সাজু/আয়েশাহক শিমু/করুণা আচার্য/ইয়াসমিন পারভিন/নাহার হাসান /ফারজানা রহমান শিমু/দিলরুবা খানম/নাসরিন সুলতানা খানম/সৈয়দা সেলিমা আকতার ও তামান্না সঞ্চিতা।?

?লেখকের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা, সমাজের গুণী, মানবিক মানুষদের পাশে আমাকেও সাথে রেখে তাঁর মূল্যবান গ্রন্থটি উৎসর্গ করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.