আমার মাঝেই বেঁচে থাকবেন হুমায়ূন আহমেদ
১৩ নভেম্বর রবিবার প্রয়াত নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন।
দিবসটি উপলক্ষে চ্যানেল আই’র অনুষ্ঠানমালায় সন্ধ্যা ৬টায় থাকবে জামাল রেজার প্রযোজনায় হুমায়ূন আহমেদ’র কিছু কালজয়ী চরিত্র নিয়ে বিশেষ বিতর্ক অনুষ্ঠান ‘আমার মাঝেই বেঁচে থাকবেন হুমায়ূন আহমেদ’।
অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন মৌসুমী বড়ুয়া। আরো থাকবে দিনব্যাপী টক শো, স্মৃতিচারণ অনুষ্ঠান ইত্যাদি।
এ ছাড়া চ্যানেল আই চেতনা চত্বরে আয়োজন করা হয়েছে ৫ম হিমু মেলা।
শনিবার চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানে হয়।
এতে উপস্থিত ছিলেন হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন, হিমু মেলার সভাপতি মাজহারুল ইসলাম এবং এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ডায়নামিক কনজুমার অ্যান্ড কেমিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. নাজমুল হাসান।