আমি ভালো আছি, সবাইকে ধন্যবাদ: দীপিকা পাড়ুকোন
অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ভারতে মুম্বাইয়ের ওরলির যে বহুতল ভবনে আগুন লেগেছে সেখানে বসবাস করেন।
ভবনটিতে আগুন লাগার পর দীপিকার আত্নীয় স্বজন ও সহশিল্পী এবং ভক্তরা বেশ উদ্বিগ্ন ছিলেন তার ব্যাপারে। কিন্তু বুধবার বিকেলে একটি টুইটের মাধ্যমে ভালো আছেন বলে জানিয়েছেন পদ্মাবত সিনেমার এই অভিনেত্রী।
বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লেখেন, ‘আমি ভালো আছি। সবাইকে অনেক ধন্যবাদ।