আরেফিন রুমির আম ছালা দুটোই গেল?
প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই দ্বিতীয় বিয়ে করেন গায়ক আরেফিন রুমি, দু-দু’টি বিয়ে করে সুখের স্বর্গ রচনা করতে চেয়েছিলেন তিনি। দুই বউকে সাথে নিয়ে একসাথে তিনজনের হাসিমাখা ছবিও বেশ আলোচিত ছিল বিনোদন জগতে। অনেকে আবার অবাকও হয়েছিলেন বেশ কিন্তু তাদের সে হাসি বেশিদিন টিকেনি। আর ভক্ত সমর্থকদের হতাশ হতেও বেশী সময় পর্য়ন্ত অপেক্ষা করতে হয়নি, প্রথমে দূরে ঠেলে দেন প্রথম স্ত্রীকে। এবার সংসারের সমাপ্তি টানলেন দ্বিতীয় স্ত্রীর সাথেও। জানা যায়, গত ৩১ জানুয়ারি তিনি তার দ্বিতীয় স্ত্রী কামরুন নেসাকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। এমনকি আইনজীবীর মাধ্যমে কামরুন নেসার বাবাকে বিষয়টি সরাসরি অবগত করেছেন। মূলত মানসিক নির্যাতন, আগের স্বামীর সঙ্গে মেলামেশা, বেপরোয়া চলাফেরা ও কাউকে তোয়াক্কা না করাসহ আরো বেশ কয়েকটি কারণে কামরুন নেসাকে ডিভোর্স দিয়েছেন বলে জানিয়েছেন রুমি। শুধু তাই নয়, গতকাল মঙ্গলবার রাতে নিরাপত্তার অজুহাতে মোহাম্মদপুর থানায় একটি জিডিও করেছেন আরেফিন রুমি। জিডিতে কামরুন নেসাকে তালাকের বিষয়টিও অবহিত করা হয়। কামরুন নেসা রুমি পুত্র আয়ানসহ গত সাত মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা যায়। ২০১২ সালে যুক্তরাষ্ট্রে শো করতে গিয়ে কামরুন নেসার সঙ্গে পরিচয় হয় রুমির। এরপর প্রেম। হয়ে যায় বিয়েও। বিয়ের ব্যাপারটি প্রথমে প্রথম স্ত্রীর সম্মতিতে বলা হলেও কিছুদিন পরই সংসারে অশান্তি সৃষ্টি হয়। এর সমাপ্তি খোঁজা হয় অনন্যাকে ডিভোর্স দিয়ে। অনন্যার করা নারি নির্যাতন মামলায় তাকে কারাগারেও যেতে হয়। যা হোক, সে ঝামেলা দূর হতে না হতেই শুরু হয়ে যায় দ্বিতীয় স্ত্রীর সাথে রুমির মনোমালিন্য। এখানেও ডিভোর্সেই খুঁজলেন তার সমাধান । এখন অনেকের মনেই প্রশ্ন আসছে – তাহলে কি আরেফিন রুমির আম ছালা দুটোই গেল? নাকি তিনি অন্য কোথাও আশ্রয় খুঁজছেন।সবকিছু জানার জন্য সবাইকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।