আসছে ফোরকে ডিসপ্লের আইম্যাক

আসছে ফোরকে ডিসপ্লের আইম্যাক

 

প্রযুক্তি বাজারে বর্তমানে এলসিডি ও এলইডি এইচডি ডিসপ্লের ডিভাইস আধিপত্য বিস্তার করে আছে। তবে এ ধারাবাহিকতা আর বেশি দিন থাকছে না। বিশ্বব্যাপী এখন যে ডিসপ্লে প্রযুক্তি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তা হলো ফোরকে রেজুলেশনের ডিসপ্লে। প্রায় প্রতিটি প্রযুক্তি প্রতিষ্ঠান এরই মধ্যে ফোরকে ডিসপ্লের ডিভাইস আনতে কাজ শুরু করেছে। মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলও বেশকিছু দিন ধরে এ প্রযুক্তি নিয়ে কাজ করছে। অনলাইনে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, ১৩ অক্টোবরেই আসছে অ্যাপলের ২১ দশমিক ৫ ইঞ্চি ফোরকে ডিসপ্লের অল-ইন-ওয়ান পিসি (পার্সোনাল কম্পিউটার) আইম্যাকের আপডেট সংস্করণ। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।

সাধারণত ১০৮০ পিক্সেল রেজুলেশনের এলসিডি বা এলইডি এইচডি ডিসপ্লের তুলনায় ফোরকে ডিসপ্লের রেজুলেশন চার গুণ বেশি। ফলে এ ডিসপ্লে-সমৃদ্ধ যেকোনো ডিভাইসে মাল্টিমিডিয়া কনটেন্ট আরো জীবন্ত হয়ে প্রদর্শিত হবে। এছাড়া এ ডিসপ্লে প্রযুক্তি এলসিডি বা এলইডির চেয়ে খুব বেশি ব্যয়বহুলও নয়। এরই মধ্যে বেশকিছু প্রতিষ্ঠান টেলিভিশনে এ ডিসপ্লে ব্যবহার করেছে। পাশাপাশি ফোরকে ডিসপ্লের মোবাইল ডিভাইস উন্মোচনের ঘোষণা দিয়েছে বেশকিছু প্রতিষ্ঠান।

গত মাসে বহুল প্রত্যাশিত আইফোন সিক্স এস ও সিক্স এস প্লাস উন্মোচন উপলক্ষ্যে একটি ইভেন্টের আয়োজন করেছিল অ্যাপল। ওই অনুষ্ঠানে ওএস এক্স ই১ ক্যাপিটানের বেটা সংস্করণ উন্মোচন

করে প্রতিষ্ঠানটি। যেখানে শিগগিরই ফোরকে রেজুলেশনের ২১ দশমিক ৫ ইঞ্চির নতুন আইম্যাক উন্মোচনের ইঙ্গিত দেয়া হয়েছিল। নাইন টু ফাইভ ম্যাক ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, আগামীকালই উন্মুক্ত হতে যাচ্ছে নতুন আইম্যাক। অবশ্য অ্যাপলের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অ্যাপল অল-ইন-ওয়ান পিসি ব্যবহারকারীদের মধ্যে উন্নত প্রযুক্তির ফোরকে ডিসপ্লের তুলনামূলক ছোট আইম্যাক দীর্ঘদিন ধরেই প্রত্যাশিত ছিল। অ্যাপল কম্পিউটারের মধ্যে ২১ দশমিক ৫ ইঞ্চির আইম্যাকসহ ম্যাকবুক এয়ারে রেটিনা ডিসপ্লে নেই। এছাড়া ২০১৩ সালের পর ২১ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লের অ্যাইম্যাকের নতুন কোনো আপডেট সংস্করণ বাজারে ছাড়েনি অ্যাপল। গত বছর অক্টোবরে রেটিনা ফাইভকে ডিসপ্লের ২৭ ইঞ্চি আইম্যাক এনেছিল প্রতিষ্ঠানটি।

আগামীকাল আসছে ফোরকে ডিসপ্লের আইম্যাক

নাইন টু ফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, নতুন আইম্যাকে ফোরকে ডিসপ্লের পাশাপাশি ইন্টেল ব্রডওয়েল চিপসেট ও আরো উন্নত গ্রাফিকস কার্ড থাকবে। এছাড়া ডিভাইসটির বাহ্যিক নকশায় পরিবর্তন থাকবে এবং এটি তুলনামূলক বেশি দামের হবে।

আইফোনের সর্বশেষ সংস্করণ উন্মোচন অনুষ্ঠানে বড় ডিসপ্লের আইপ্যাড প্রো ট্যাবলেট উন্মোচন করে অ্যাপল; যা আগামী মাস থেকে বাজারে সরবরাহের ঘোষণা দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, একই সময় ২১ দশমিক ৫ ইঞ্চি ফোরকে ডিসপ্লের আইম্যাক সরবরাহ শুরু করবে প্রতিষ্ঠানটি।

বণিক বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.