আসছে ভাঁজ করা স্মার্টফোন
সিওল: স্মার্টফোনের দুনিয়ায় আসছে নিত্যনতুন সব প্রযুক্তি। বাজার মাত করতে ফোন সংস্থাগুলো বিভিন্ন ফিচারের ফোন আনছে। এরই ধারাবাহিকতা বজায় রেখে জনপ্রিয় ফোন সংস্থা স্যামসাং এমন এক ফোন আনছে যেটি কাগজের মত ভাঁজ করা যাবে।
স্যামসাংয়ের এর নতুন প্রোডাক্ট নিয়ে লেখা একটি ব্লগে এই খবর পাওয়া গিয়েছে, এতে বলা হয়েছে নতুন বছরের শুরুতেই স্যামসাং-এর প্রথম ভাঁজ করা স্মার্টফোন বাজারে নিয়ে আসতে চলেছে।
ফোনটি ভাঁজ করে রাখলে একটি স্মার্টফোনের মতো দেখতে লাগবে, কিন্তু খুললে সেটি একটি ট্যাবের আকার ধারণ করবে। ২০১৩ সালে ফোনটির একটি প্রটোটাইপ বানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেটা প্রায় তিন বছর বাদে বাজারে আসতে চলেছে।