আসছে স্মার্টফোনবেশী পিস্তল
‘আইডিয়া কনসিল’ নামের একটি মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাণ সংস্থা স্মার্টফোনবেশী পিস্তল বাজারে আনার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই ডাবল ব্যারেলড ৩৮০ ক্যালিবারের এই স্মার্টফোনবেশী পিস্তলটি তৈরি করে ফেলেছে। এখন শুধু পিস্তলের পেটেন্ট পাওয়ার অপেক্ষা। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আত্মরক্ষার জন্য নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখা খুবই স্বাভাবিক বিষয়। অনেকে শুধুমাত্র শখেরবসেও সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখেন। তাদের জন্য সুখবর হয়ে এসেছে এই নতুন পিস্তল তৈরীর ঘোষণাটি। পিস্তলটি দেখতে অবিকল স্মার্টফোনের মতো। সেটির আকারও সাধারণ স্মার্টফোনের সমান। প্রস্তুতকারক প্রতিষ্ঠান আইডিয়া কনসিল এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছে, বর্তমান যুগে সুরক্ষিত থাকতে পকেটে স্মার্টফোনের সঙ্গে একটি পিস্তল রাখাটা বিলাসিতা নয়, জরুরি। পকেট থেকে বের করুন, সেফটি ক্যাচ সরান, ট্রিগার টিপে দিন। আর তাতেই আপনার সামনে থাক শত্রু কুপোকাত হবে। এটির মূল্য বিষয়ে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, পেটেন্ট মিললে ৩৯৫ ডলারেই স্মার্টফোনবেশী এই পিস্তলটি কিনতে পারবেন আগ্রহীরা।