আসুসের আনছে নয়া অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচ
আসুস বাজারে নিয়ে আসছে এবার অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচ দুটি সাইজে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এর দাম ধরা হয়েছে ভারতীয় ১১,৯৯৯ টাকা।
এই স্মার্টওয়াচে রয়েছে স্নেপড্রাগন 400 প্রসেসর, 512এমবি র্যাম, 4জিবি মেমোরি। এছাড়াও এই ওয়াচে রয়েছে ওয়াইফাই, ফোন কল সিস্টেম, ফিটনেস গাইড, সঙ্গে আরও বিভিন্ন ফিচার। আপাতত সিলভার এবং গানমেটাল এই দুটি কালারে এই ঘড়ি পাওয়া যাবে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই স্মার্টওয়াচ একবার চার্জ দিলে ২-৩ দিন পর্যন্ত চলতে পারে।