আয়কর রিটার্ন জমার সময় বাড়ল ২ মাস
আয়কর রিটার্ন জমার সময় বাড়ল ২ মাস
দিনকাল রিপোর্ট : আয়কর রিটার্ন দাখিলের মেয়াদ ২ মাস বাড়ানো হয়েছে। ঈদুল আজহা ও হজের কারণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই মাস সময় বৃদ্ধি করেছে।
বুধবার বিকেলে এনবিআর এক বিবৃতিতে এ তথ্য জানায়।
প্রতি বছরই কয়েক দফায় রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়ে থাকে। এবারই প্রথমবারের মতো করদাতাদের সুবিধার্থে একবারে ২ মাস সময় বাড়ানো হল।
এর আগে, গত সোমবার রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধির আবেদন জানিয়ে এনবিআরে চিঠি দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
এতে বলা হয়েছে, ঈদুল আজহার কারণে ব্যবসায়ীসহ সব ধরনের আয়করদাতাদের পক্ষে এই সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল ও আয়কর পরিশোধ করা সম্ভব হচ্ছে না। সে কারণে সময়সীমা বাড়ানো উচিত।
আয়কর অধ্যাদেশ ১৯৮৪ অনুযায়ী, আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ সেপ্টেম্বর।