আয়নাল ফকির এখন মানিকগঞ্জে

আয়নাল ফকির এখন মানিকগঞ্জে, তবে ফকিরের কোন কেরামতি দেখাতে নয়। খোঁজ নিয়ে জানা গেলো আসলে তিনি মানে আয়নাল ফকির প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’ চলচ্চিত্রের প্রধান চরিত্র। চরিত্রটাতে রূপদান করেছেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। আসলে শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু এখন যে কোন বৈচিত্রময় চরিত্রেই স্বমহিমায় উজ্জ্বল – এ ব্যাপারে কারও মনেই কোন দ্বিধা থাকার কথা নয়। আর এই বিষয়ে নির্মাতা প্রসূন রহমান বলেন – এই আয়নাল ফকির একটি রহস্যময় চরিত্র। চলচ্চিত্রটির গল্প তার হাত ধরেই এগিয়ে যায়। একধরণের সূত্রধর বলা যেতে পারে তাকে। ঢাকায় আসার পেছনে আমরা দশটি কারণকে চিহ্নিত করেছি। এই দশটি কারন নিয়ে দশটি গল্প আমরা দেখতে পাই আয়নাল ফকিরের মাধ্যমে।’
দু’চোখ অন্ধ। হাতের লাঠিতে ভর দিয়ে দিনভর শহরের রাস্তায় ভিক্ষা করেন। ভিক্ষার টাকায় চলে তার সংসার। লোকটাকে প্রথমবার দেখে মনে হতে পারে, লোকটা ভাজা মাছ উল্টে খেতে জানে না। কিন্তু আরেকটু গভীরে গেলে জানা যাবে ভিন্ন তথ্য। আপাদমস্তক রহস্যেঘেরা তার জীবন। হাতের ইশারায় অনেক কিছুই করতে পারেন। অথবা এমনটাও হতে পারে হয়তো অন্ধের ভান করেন। তবে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ছবিটির কাজ সম্পূর্ণ শেষ হবার পরই ভেদ করা যাবে সকল রহস্যের। এতোদিন না হয় চলচ্চিত্রটির জন্য আমরা অপেক্ষায় থাকি। তথ্যসূত্র: বাংলামেইল২৪ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.