ইংল্যান্ডের বিপক্ষে ফতুল্লায় ইমরুলের ঝড়
বরাবরই তাকে বলা হয় – ‘তামিম ইকবালের যোগ্য সঙ্গী’। তামিমের সাথে ওপেনিং জুটিতে নিজেকে দারুণ মানিয়ে নিতে পারলেও কখনও তামিমকে ছাড়িয়ে যেতে পারেন না বাঁ-হাতি ওপেনার ইমরুল কায়েস।
সেই ইমরুল এবার তামিমের অনুপস্থিতি তুললেন ঝড়। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে করে ফেললেন ঝড়ো এক সেঞ্চুরি।
ডেভিড উইলির বলে বোল্ড হওয়ার আগে ৯১ বল খেলে ১২১ রানের এক দর্শনীয়, মারমার-কাটকাট ইনিংস খেলে ফেলেছেন ইমরুল। ইনিংসে আছে ১১ টি চার ও ছয়টি ছক্কা।
এর মধ্যে ৮১ বলেই তিনি সেঞ্চুরির মাইলফলকে পৌঁছে যান। উদ্বোধনী জুটিতে সৌম্য সরকারের সাথে যোগ করেন ৩৫ রান। সৌম্য সাত রান করে আউট হয়ে গেলে জুটি বাঁধান নাজমুল হোসেন শান্তর সাথে।
এই দুই ব্যাটসম্যান মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৮৫ রান। শান্ত ৩৬ রান করে আউট হলে ইমরুলের সঙ্গী হয়ে আসেন মুশফিকুর রহিম। তৃতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান যোগ করেন ৭১ রান। প্রিয়.কম ।