প্রচ্ছদ » ইউটিউবে ‘জুল্যান্ডার টু’র ট্রেলার দেখা হয়েছে ৫ কোটি ২২ লাখ বার
মুক্তির আগেই রেকর্ড গড়েছে হলিউড তারকা বেন স্টিলার পরিচালিত ‘জুল্যান্ডার টু’! তবে পুরো ছবি নয়, শুধু ট্রেলার! ভ্যারাইটি জানিয়েছে, ইউটিউবে ওঠার এক সপ্তাহের মধ্যে ট্রেলার দেখা হয়েছে ৫ কোটি ২২ লাখ বার। এর আগে আর কোনো কমেডি ছবির ট্রেলার এতোবার দেখা হয়নি। আগের রেকর্ডটি (৪ কোটি ৯০ লাখ বার) ছিলো ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার টু’র (২০১৪)। হাস্যরসধর্মী ছবিটিতে এবারও মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন বেন স্টিলার ও ওয়েন উইলসন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন হলিউড সুন্দরী পেনেলোপি ক্রুজ। এ ছাড়াও আছেন উইল ফেরেল, ক্রিস্টিন উইগ, মিলা জোভোভিচ, ক্রিস্টিন টেলর, কাইল মুনি, ফ্রেড আর্মিসেন। নিজেদের চরিত্রে অতিথি হিসেবে আছেন গায়ক জাস্টিন বিবার, আশার, লেনি ক্র্যাভিৎজ, গায়িকা মাইলি সাইরাস, ডেমি লোভেটো। ‘জুল্যান্ডার টু’ যৌথভাবে লিখেছেন জাস্টিন থেরাক্স, বেন স্টিলার, নিক স্টলার ও জন হ্যামবুর্গ।
Related
You May Also Like