ইন্টারনেটে অতিরিক্ত আসক্তি? তাহলে জেনে নিন কারণটা
ইন্টারনেটের প্রতি অতিরিক্ত আসক্তি আছে অনেকেরই, ঘন্টার পর ঘন্টা অবলিলায় বসে আছেন ইন্টরনেট নিয়ে – এমন মানুষ খুঁজলে হয়তো আপনি নিজেকেও এই দলের মধ্যে পেতে পারেন।আর এ বিষয়ে কারণ বিশ্লেষণ করতে যেয়ে নতুন তথ্য দিয়েছেন জার্মানির একদল গবেষক।
জার্মানির উল্ম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, যারা নিজেকে নিয়ে বেশি ব্যস্ত, অর্থাৎ যাদের অন্যের প্রতি অনুভূতি বা সমবেদনা কম থাকে, তারা ইন্টারনেটে বেশি আসক্ত হয়। ৬০০-রও বেশি চীনা এবং জার্মান ছাত্র-ছাত্রীকে নিয়ে একটি গবেষণা করে তারা দেখান যে, এর সঙ্গে বয়স, লিঙ্গ, এমনকি সংস্কৃতির কোনো সম্পর্ক নেই।