ইলিশ পোলাও

ইলিশ পোলাও

মাংসের সংমিশ্রণে বিভিন্ন ধরনের পোলাও বা বিরিয়ানীর সাথে আমরা সবাই পরিচিত। যেমন – গরুর তেহারী, মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানী। তবে মাংস ছাড়াও বিভিন্ন ধরনের মাছের সংমিশ্রণে পোলাও বা বিরিয়ানী রান্না করা যায়। এমনিই একটি পোলাও হলো ইলিশ পোলাও।

 

যা যা লাগবে:

পোলাও এর চাল ৫০০ গ্রাম •  ইলিশ মাছ ১২ টুকরা • আদা বাটা ১ চা চামচ • রসুন বাটা ১/২ চা চামচ • টকদই ১ কাপ • লবন (পরিমাণমতো)• দারুচিনি ২ টুকরা • এলাচ ৪টি • পেয়াজ বাটা ৪ কাপ • পেয়াজ স্লাইস ১/২ কাপ • পানি ৪/৫ কাপ • কাঁচামরিচ ১০/১২টি • চিনি ১ চা চামচ • তেল হাফ কাপ

 

প্রস্তুত প্রণালী:

  • প্রথমে মাছগুলো আঁশ ছাড়িয়ে মাঝের অংশগুলো টুকরো করে নিতে হবে। তারপর মাছের টুকরোগুলো আদা, রসুন, লবণ ও দই মেখে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে হবে।
  • এরপর একটি পাত্রে তেল গরম করে তাতে দারুচিনি, এলাচ দিয়ে তেল গরম হলে তাতে পেঁয়াজ দিয়ে মসলা কষাতে হবে। মসলা কষানো শেষে তাতে মাছ দিয়ে অল্প আঁচে ২০ মিনিট ঢেকে রাখতে হবে। এরই মধ্যে চিনি ও কাঁচামরিচ দিয়ে একবার নেড়ে দিতে হবে।
  • পানি শুকিয়ে যখন তেল ভেসে উঠবে তখন পাত্রটি চুলা থেকে নামিয়ে মাছগুলো উঠিয়ে আলাদা পাত্রে রাখতে হবে।
  • আলাদ একটি পাত্রে ২ টেবিল চামচ তেল নিয়ে তাতে স্লাইস করে কাঁটা পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হলে পেঁয়াজগুলো তুলে ফেলতে হবে। তারপর একই পাত্রে পোলাওর চাল ঢেলে ভালোভাবে নাড়তে হবে। এরপর মাছ কষানো মসলাগুলো এই পাত্রে দিয়ে নাড়তে হবে।
  • সবশেষে পানি ও পরিমাণমতো লবণ দিয়ে ১০ মিনিট ঢেকে রেখে নামিয়ে ফেলুন।
  • পরিবেশনের সময় ইলিশ পোলাও এর উপরে ভাজা পেয়াজ দিয়ে পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.