ঈদে তানজিন তিশার এক ডজন নাটক
ঈদে তানজিন তিশার এক ডজন নাটক
তিশাকে এবারের ঈদে এক পরিচালকেরই তিন নাটকে স্বনামে অভিনয় করতে দেখা যাবে। মোহন খানের রচনায় ও নির্দেশনায় তানজিন তিশা তিনটি নাটকে অভিনয় করেছেন। নাটকগুলো হচ্ছে ‘অমীমাংসিত সত্য’, ‘মেঘ পাখি একা’ ও ঈদ ধারাবাহিক নাটক ‘এই শহরের মেয়েরা একা’। তিনটি নাটকেই তানজিন তিশা, তিশা নামে অভিনয় করেছেন। ‘অমীমাংসিত সত্য’ প্রচার হবে বিটিভিতে, ‘মেঘ পাখি একা’ প্রচার হবে বাংলাভিশনে এবং ছয় পর্বের ঈদ ধারাবাহিক ‘এই শহরের মেয়েরা একা’ প্রচার হবে এটিএন বাংলায়। তানজিন তিশা বলেন, ‘মোহন ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে তার তিনটি ঈদের নাটকে অভিনয়ের সুযোগ দিয়েছেন। আমার চরিত্রগুলো নিয়ে খুব সন্তুষ্ট। নিজ নামে এবারই প্রথম অভিনয় করেছি তাও আবার তিন নাটকে। এটা অনেক ভালোলাগার বিষয়।’ এদিকে তানজিন তিশা জানান আসছে ঈদে তাকে ওয়ালিদের নির্দেশনায় ঈদ ধারাবাহিক নাটক ‘চকোলেট বয়’তে দেখা যাবে বৈশাখী টিভিতে, রফিকুল ইসলামের ‘অচেনা বন্ধু’ নাটকে দেখা যাবে এটিএন বাংলায়, এস এ হক অলিকের নিদের্শনায় ঈদ ধারাবাহিক ‘কোরবান আলীর কোরবানী’তে দেখা যাবে এশিয়ান টিভিতে, নুজহাত আলভী আহমেদও ঈদ ধারাবাহিক ‘গ্রীনকার্ড’-এ দেখা যাবে এশিয়ান টিভিতে, এসএটিভিতে আরিয়ানের ‘শ্যাডো’ এবং এনটিভিতে দেখা যাবে মাহবুবের নির্দেশনায় ‘পেÐুলাভ’ নাটকে। ছবিঃ তানজিন তিশা।