উড়ন্ত ট্যাক্সি নিয়ে চুক্তি করলো নাসা-উবার
ট্যাক্সি আপনাকে উড়িয়ে নিয়ে যাবে আকাশের বুক চিরে। বিস্ময়কর হলেও আগামী দিনগুলোতে এমনই হতে চলেছে। উড়ন্ত ট্যাক্সি মিলবে যুক্তরাষ্ট্রের রাস্তায়। আর এ নিয়ে চুক্তি স্বাক্ষর করলো নাসা-উবার। খবর ডেইলি মেইল।
মঙ্গলবার নাসার পক্ষ জানানো হয়েছে, তারা শহুরে উড়ন্ত ট্যাক্সি তৈরির প্রস্তুতি নিচ্ছে। উড়ন্ত ট্যাক্সি নিয়ে আলোচনার জন্য লস এঞ্জেলসে উবার এলিভেট সম্মেলনে মিলিত হয়েছিলেন প্রযুক্তি ও পরিবহণের কর্মকর্তারা। সেখানেই উবার ও নাসার চুক্তির কথা ঘোষণা করা হয়।
রাইড-শেয়ার নেটওয়ার্ক তৈরি করার কথা জানিয়েছে নাসা ।
নাসা জানায়, বর্তমানে যেমন উবার গ্রাহকরা অ্যাপের মাধ্যমে গাড়ী ডেকে নেন ঠিক সেভাবেই তারা বাড়ির সামনে ছোট বিমানটিকে ডেকে নিতে পারবেন। সেই অনুমতি দেবে ওই নেটওয়ার্ক। নাসার গবেষণা কেন্দ্র জানিয়েছে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে চালানো হবে নতুন এই উড়ন্তযানের মডেল।
লিসবন ওয়েব সামিট এ উবারের প্রধান জেফ হল্ডেন ঘোষণা করেন, ট্যাক্সি অ্যাপ্লিকেশন সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে নাসা (ন্যাশনাল এরোনটিক্স এবং স্পেস অ্যাডমিনিস্ট্রেশন)।
২০২০ সালের মধ্যে উবার এবং নাসা উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করতে পারবে বলে আশা করা হচ্ছে।
Source:rtv online