উদ্রে তোতু : পর্দা কাঁপানো ফরাসি সুন্দরী
সোফি মারসো কেবল একাই নন, ব্রিজিত বার্দো, ক্যাথরিন দেনেভে, জন মরো বা মারিয়ন কোটিয়ার্ডের মতো ফরাসি অভিনেত্রীরা বিশ্ব চলচ্চিত্রে বাজিমাত করেছেন, এখনো করছেন৷ ছবিঘরে থাকছে তাঁদের কথা৷
২০০১ সালে মুক্তি পাওয়া ‘এমিলি’ মুভিটি যে দেখেছে সে হয়ত উদ্রে তোতুকে ভুলবে না৷ এই ছবিটি আন্তর্জাতিক সাফল্য অর্জন করে৷ তোতু’র প্রাণবন্ত অভিনয় দর্শকদের মন কেড়ে নেয়৷ টম হ্যাংকের বিপরীতে ‘দ্য দাভিঞ্চি কোড’-এও অভিনয় করেছেন তিনি৷ ৪০ বছর বয়সি এই অভিনেত্রী এখনো দাপটের সঙ্গে পর্দা কাঁপিয়ে যাচ্ছেন৷
source:dw.com