উপন্যাস লিখে পুরস্কার পাচ্ছে জাপানি রোবট!
হলিউডের ব্লকবাস্টার টার্মিনেটর সিরিজে আমরা অনেক বার দেখেছি রোবটরূপী আর্নল্ড সোয়ার্জেনেগারকে আমরা অনেক বার মানুষকে পরাস্ত করতে দেখেছি৷ কিন্তু সে তো অস্ত্র দিয়ে লড়াই করা৷ কিন্তু অস্ত্র যদি হয় পেন?
পেন শুনেই চোখ কপালে উঠছে তো, দাঁড়ান এখনো তো আসল কথাটাই শোনেননি৷ পেন নিয়ে আঁকিবুকি নয় বরং একটা আস্ত উপন্যাসই লিখে ফেলেছে রোবট ‘এআই’ প্রোগাম৷ শুধু লেখাই নয় উপন্যাস লিখে এক্কেবারে পুরস্কারের শেষ পর্যায় পৌঁছে গিয়েছিল রোবটটি৷ অভিনব ঘটনাটি ঘটেছে জাপানে৷
জাপানি অধ্যাপক হিতোশি মাত্সুবারা এবং তার দল উপন্যাসের মান আগে থেকেই ঠিক করে দেন৷ সেই অনুযায়ী উপন্যাস লেখে রোবটটি৷ জাপানি ভাষায় উপন্যাসের নাম “কোনপিউতা গা শোসেত্সু ও কাকু হি৷” উপন্যাসে ছিল বিভিন্ন চরিত্র, বিভিন্ন গল্পের প্লটও৷ এছাড়াও ছিল উপযুক্ত সংলাপ৷
‘হোশি শিনিচি লিটেরারি’ পুরস্কারের মনোনয়নের জন্য পাঠানো হয় রোবটটির লেখা৷ জমা হওয়া ১৪৫০ লেখার মধ্যে ১১টি লেখা রোবটদের লেখা৷ সেই পুরস্কার অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে যায় রোবটটির লেখা৷ বিচারকরা নাকি বুঝতেই পারেননি উপন্যাসটি একটি রোবট লিখেছে৷ উপন্যাসের কাঠামোতে অভিভূত হয়ে পড়েন বিখ্যাত জাপানি সায়েন্স ফিকশন লেখক সাতোশি হাসে৷ তার মতে, শুধু চরিত্রের বিশ্লেষণে একটু সজাগ থাকতে হতে হবে৷ তাই আর বেশি দিন নেই যেদিন উপন্যাস লিখে নোবেল জিতবে কোন রোবটই৷