সাহিদা রহমান মুন্নী

উর্ধগতি


বাজার দরের উর্ধগতি,
দেখছে চেয়ে সরকার –
আমজনতার দুর্গতিটা,
কামানো খুব দরকার ।

পেয়াঁজ আদা তেল গ্যাস আর,
নিত্য যা যা লাগে –
সব কিছুতেই টাকার লেবেল,
বারছে দ্বিগুণ ভাগে ।

চেয়ার নিয়ে ব্যস্ত নেতা,
ব্যস্ত মন্ত্রী আমলা –
আম জনতা ঝরাচ্ছে ঘাম,
দিচ্ছে জীবন কামলা ।

পূজা ঈদের ছুতো দিয়ে,
চট্ করে দাম বাড়ায়-
খুশি যেন হয়রে মাতম,
উর্ধগতির পাড়ায় ।

সোনার দেশের সোনার ফসল,
কোথায় পাচার হয় –
আমরা কেবল দুঃখের অংশি,
সুখের বেলায় নয় ।

দেশের মানুষ খাবে-বাচঁবে,
তারপরে হোক রপ্তানী –
মরবে কেন শ্রমিক -কৃষক,
দুঃসহ এই মস্তানি ।

আম জনতা মরছে পীড়ায় ,
দেখছে চেয়ে সরকার-
বাজার দরের উর্ধগতি,
কমানো খুব দরকার ।।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.