এই সমাজে
রাশেদ রউফ
দাঁড়ানো যাবে না, বসাও যাবে না
পান থেকে চুন খসাও যাবে না
ঘুমানো যাবে না, হাঁটাও যাবে না
বিপদে পড়লে কাটাও যাবে না
চলাও যাবে না, বলাও যাবে না
খাওয়াও যাবে না, গাওয়াও যাবে না
প্রয়োজনে কিছু চাওয়াও যাবে না
ভাঙাও যাবে না, গড়াও যাবে না
নিজে নিজে কিছু করাও যাবে না
ছোঁয়াও যাবে না, ধরাও যাবে না
শান্তিতে হায় মরাও যাবে না।