একবার চার্জ দিলেই ১০ দিন চলবে নতুন এই স্মার্টফোন
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য চার্জ সমস্যা একটি বড় দুশ্চিন্তার কারণ। তবে এই সমস্যা থেকে মুক্তি দিতে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ঔকিটেল বাজারে আনছে এমন এক স্মার্টফোন যা একবার চার্জ দিলে ব্যবহার করে যাবে টানা ১০ দিন পর্যন্ত। ঔকিটেল কে১০০০০ মডেলের এই স্মার্টফোনে থাকছে ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। প্রতিষ্ঠানটি দাবি করেছে, এখন পর্যন্ত এটিই সবচেয়ে বেশি ক্ষমতার ব্যাটারি সম্পন্ন স্মার্টফোন। স্মার্টফোনটি সম্পূর্ণ চার্জ দিতে সময় লাগবে পুরোপুরি ৩.৫ ঘণ্টা। ঔকিটেল আরও জানিয়েছে, এই ফোন থেকে তিনটি আইফোন ৬এস প্লাস সম্পূর্ণ চার্জ দেওয়ার পরও আরও ১০ ভাগ চার্জ অবশিষ্ট থাকবে। স্মার্টফোনটিতে রয়েছে ৫.৫ ইঞ্চি হাই ডেফিনেশন আইপিএস ডিসপ্লে যার রেজ্যুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। ১ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর ও মিডিয়াটেক চিপসেট ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটিতে। এতে আরও আছে ২ গিগাবাইট র্যাম এবং ১৬ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি। ডুয়েল সিম সমর্থিত স্মার্টফোনটিতে আছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরা ফিচারের মধ্যে আছে এইচডিআর, ফেস ডিটেকশন, ফেস বিউটি, প্যানারোমা এবং অ্যান্টি শেইক। ফোরজি এলটিই প্রযুক্তির স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ। স্মার্টফোনটির জন্য অগ্রিম বুকিং নিতে শুরু করেছে ঔকিটেল। এর মূল্য ২৩৯.৯৯ ডলার নির্ধারণ করলেও বিশেষ প্রোমো কোডের মাধ্যমে বুকিং দেওয়া যাবে ১৯৯.৯৯ ডলারে। জানুয়ারির প্রথম দিকেই হাতে পাওয়া যাবে এই বিগ ব্যাটারি স্মার্টফোনটি। এনগ্যাজেট অবলম্বনে tech.priyo.com.