একযুগ পর মঞ্চে ফিরছেন আবুল হায়াত
একযুগ পর মঞ্চে ফিরছেন আবুল হায়াত
দীর্ঘ একযুগ পর মঞ্চে অভিনয়ে ফিরছেন অভিনেতা আবুল হায়াত। একযুগ আগে যে নাটকে অভিনয় করেছিলেন সেই নাটকে একই চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে মঞ্চাভিনয়ে ফিরছেন তিনি। আগামী ১১ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে আসাদুজ্জামান নূরের নির্দেশনায় মঞ্চস্থ হবে নাটক ‘দেওয়ান গাজীর কিস্সা’। জার্মানির বের্টোল্ড ব্রেখট’র গল্প থেকে ‘দেওয়ান গাজীর কিসসা’ রূপান্তর করেছেন আসাদুজ্জামান নূর। নাগরিক নাট্যসম্প্রদায় প্রযোজিত এই নাটকের মাখন চরিত্রে অভিনয় করেছিলেন আবুল হায়াত। একুযুগ পূর্বে নাটকটি মঞ্চায়িত হয়েছিলো বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে। একযুগ পর আবারো একই নাটকের একই চরিত্রে অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘আবারো মঞ্চে অভিনয় করতে যাচ্ছি এই অনুভূতিটা আসলে কতোটা ভালোলাগার এটা বলে বুঝাতে পারবো না। নিজের মনের মধ্যে এক অন্যরকম ভালোলাগা কাজ করছে এবং আমি আশাবাদী যে হয়তো মঞ্চ নাটকের সোনালী দিনগুলো হয়তো আবারো ফিরে আসবে।’ এদিকে আজ ৭ সেপ্টেম্বর বরেণ্য এই অভিনেতার জন্মদিন। আজ তিনি ৭১ পেরিয়ে ৭২-এ পা রাখবেন। একই দিনে নাতনী (মেয়ে নাতাশার কন্যা) শ্রীশারও জন্মদিন। নিজের জন্মদিন উপলক্ষ্যে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত তিনটি স্যাটেলাইট চ্যানেলে লাইভ শো’তে অংশ গ্রহণ করবেন। কথা বলবেন তার ভক্ত দর্শকের সঙ্গে। সকাল থেকে তিনি ৭১ টিভি, আরটিভি এবং চ্যানেল আইতে তিনটি ভিন্ন লাইভ শো’তে অংশগ্রহণ করবেন। এরপরের বাকিটুকু সময় স্ত্রী, সন্তান, নাতি-নাতনীদের জন্যই বরাদ্দ করে রেখেছেন আবুল হায়াত। আসছে ঈদ উপলক্ষ্যে আবুল হায়াত দুটি নাটক নির্মাণ করবেন। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে ‘অন্তঃ ¯্রােত’ ও নিজের লেখা ‘আগমন’ নাটক দুটি’র নির্মাণ কাজ শুরু হবে আগামীকাল থেকে। দুটি নাটকেই অভিনয় করবেন শাহেদ ও স্বাগতা। ‘অন্তঃস্রোত’ প্রচার হবে চ্যানেল আইতে এবং ‘আগমন’ একুশে টিভিতে প্রচারের সম্ভাবনা রয়েছে। ছবি : আবুল হায়াত।Copyright Daily Inqilab