একসঙ্গে কনসার্টে গাইবেন তারা |
আগামী ১৪ ফেব্রয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজিতব্য ভ্যালেন্টাইন বাস্ট নামে একটি কনসার্টে একসঙ্গে গান গাইবেন জেমস, হাবিব, তাহসান ও মিলা। জনপ্রিয় এই চার তারকা এই প্রথম একসঙ্গে মঞ্চে গাইবেন। কনসার্টটি হবে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি হলে। সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত কনসার্টটি হবে। এটি আয়োজন করছে ক্লাব ইলেভেন ও ইনসেপশন।