একাই লড়লেন মুশফিক : ১৭ রানে জয় পেল ভারত

নিদাহাস ট্রফিতে নিজের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জিততে পারলো না টাইগাররা। মুশফিকুর রহিমের অপরাজিত ৭২ রান শুধুমাত্র পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছে। ভারতের দেয়া ১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭ রানে পরাজিত হয় টাইগাররা।
রীলঙ্কার মতো ভারতের বিরুদ্ধেও লড়াকু ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে পাড়লেন না। ১৭ রানে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। এর ফলে শ্রীলঙ্কার সাথে পরবর্তী ম্যাচটা হেয়ে গেল সেমিফাইনাল । যে জিতবে সেই ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে। ভারতের ছুঁড়ে দেওয়া ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস থেমে গেছে ১৫৯ রানে।

১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারে ওয়াশিংটন সুন্দরকে উইকেট ছেড়ে মারতে গিয়ে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েছিলেন লিটন দাস। মাত্র ৭ রান করে সাজঘরে ফিরেছেন এই ডানহাতি ওপেনার। নিজের পরের ওভারে সৌম্য সরকারের উইকেটও তুলে নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। মাত্র এক রান করে বোল্ড হয়েছেন সৌম্য। ষষ্ঠ ওভারে ২৭ রান করা তামিম ইকবালও হয়েছেন ওয়াশিংটন সুন্দরের শিকার। নবম ওভারে ১১ রান করে আউট হয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

পঞ্চম উইকেটে ৬৫ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগিয়েছিলেন মুশফিক ও সাব্বির রহমান। কিন্তু ১৭তম ওভারে সাব্বির ২৭ রান করে ফিরে গেলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের হার। ভারতের পক্ষে চার ওভার বোলিং করে মাত্র ২২ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর।

এর আগে কলম্বোয় নিদাহাস টি-টোয়েন্টি ট্রফিতে বাংলাদেশের সামনে ১৭৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। রোহিত শর্মার ৬১ বলে ৮৯ রানের এক ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৬ রান তুলে তারা।
মঙ্গলবার মাহমুদউল্লাহ বলেছিলেন টস জয়ই নাকি অনেকটা গড়ে দেবে ম্যাচের ভাগ্য। সে ভাগ্য অবশ্য প্রসন্ন হয়েছিল বাংলাদেশের পক্ষেই। টস জিতে বোলিংয়ে নেমে বাংলাদেশের শুরুটাও ছিল দুর্দান্ত। তবে শুরুর সাফল্য মিইয়ে গেছে শেষের অপরিকল্পিত বোলিংয়ে। শতকের আফসোসে পুড়েছে রোহিত শর্মা। ইনিংসের শেষ বলে অধিনায়ক রানআউট হয়ে ফিরেছেন ৮৯ রানে।

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরুটা সতর্কতার সাথেই করেছিল রোহিত শর্মা আর শিখর ধাওয়ান। তাতে ফলও মিলেছে। উদ্বোধনী জুটিতেই ভারতীয় দল পেয়েছে ৭০ রান। প্রথম ৯ ওভারে কোনো উইকেটই হারায়নি ভারত। তবে দশম ওভারে দুর্দান্ত এক ইয়র্কারে শিখর ধাওয়ানের উইকেট ভেঙে দিয়েছেন রুবেল হোসেন। ২৭ বলে ৩৫ রান সংগ্রহ করেছিলেন ধাওয়ান।

বাকি পথটা রায়নাকে সাথে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান দলপতি। এর মাঝে তুলে নিয়েছিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের ১৪তম অর্ধশতক। অর্ধশতক তুলে নিয়ে তৃতীয় টি-টোয়েন্টি শতকের দিকে যাত্রা শুরু করেছিলেন দলনায়ক। অবশ্য শতক থেকে ১১ রান আগেই থামতে হয় রোহিতকে। ৬১ বলে সমান পাঁচ চার আর পাঁচ ছয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন তিনি।

দ্বিতীয় উইকেট জুটিতে দলনায়কের সাথে রায়না স্কোরকার্ডে তুলেছিলেন ১০২ রান। রোহিত শতকের দেখা পেলেও রায়না পাননি অর্ধশতক। ফিরেছেন ৩০ বলে ৪৭ রানের কার্যকরী ইনিংস খেলে। বাংলাদেশের হয়ে একমাত্র রুবেল হোসেনই দেখা পেয়েছেন উইকেটের। নিয়ন্ত্রিত বোলিংয়ের সাথে ডানহাতি পেসারের ঝুলিতে গেছে দুই উইকেট।
এর আগে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে একটি পরিবর্তন। টানা কয়েক ম্যাচে ব্যর্থ হওয়া তাসকিন আহমেদ ছিটকে পড়েছেন দল থেকে। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি।

বাংলাদেশের মতো ভারতও মাঠে নামছে একটি পরিবর্তন নিয়ে। পেসার জয়দেব উনাদকাটের বদলে দলে এসেছেন মোহাম্মদ সিরাজ। মাঠে নামা তিন ম্যাচে দুই জয় নিয়ে বেশ শক্ত অবস্থানেই রয়েছে ভারত।

কলম্বোতে মাঠে নামার আগে তাই বাংলাদেশের চোখ একখানেই। মাহমুদউল্লাহরা নিশ্চিতভাবে নজরটা দেবেন টি-টোয়েন্টির মঞ্চে ভারতের বিপক্ষে প্রথম জয়ের দিকেই। সঙ্গে ফাইনাল খেলতে জয়টা এগিয়েও দেবে বাংলাদেশকে। অন্যথায়, ১৮ মার্চের ফাইনালটায় বাংলাদেশের দর্শক বনে যাওয়ার আশঙ্কা বেড়ে যাবে।

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-২০ সিরিজের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। লিগের প্রথম পর্বে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছিল ভারত।
আজ জিতলে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। আর ভারত জিতলে ফাইনাল নিশ্চিত করে ফেলবে রোহিতের দল। তাই নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে একটি পরিবর্তন নিয়ে খেলতে নেমে বাংলাদেশ। ডান-হাতি পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে এসেছেনে বাঁ-হাতি পেসার আবু হায়দার।

একটি পরিবর্তন ভারতের একাদশেও। জয়দেব উনাদকতের জায়গায় দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সিরাজ।

লিগে এখন পর্যন্ত ৩ ম্যাচে অংশ নিয়ে ২টি জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। ৩ ম্যাচ খেলেছে স্বাগতিক শ্রীলঙ্কাও। ১টি জয়ে ২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে দ্বিতীয়স্থানে লংকানরা। ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের তলানিতে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.