একের পর এক ভেঙ্গে পড়ছে ভারতের যুদ্ধ বিমান, ৩ বছরে ২৭টি
বিভিন্ন কারণে গত তিন বছরে নষ্ট হয়েছে ভারতীয় বিমান বাহিনীর ২৭টি বিমান৷ যার মধ্যে রয়েছে ১৫টি যুদ্ধবিমান৷ লিখিতেভাবে লোকসভায় এমনই জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক৷ এখানেই শেষ নয়, তিনি আরো জানিয়েছে, ১১টি বিমান নষ্টের ফলে কেন্দ্রে ক্ষতি হয়েছে আনুমানিক ৫২৫ কোটি রুপি৷ এবং এই তথ্য দেখেই বিশেষজ্ঞদের অনুমান, ১১টি বিমান নষ্ট হলে, ক্ষতির পরিমাণ ৫২৫ কোটি হলে, ২৭টি বিমান নষ্টের ক্ষেত্রে কেন্দ্রের কী বিপুল পরিমাণ ক্ষতি হতে পারে, তা অবশ্যই ভাবার বিষয়৷
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর লিখিত বিবৃতি থেকে জানা গেছে, ২০১৬-১৭ তে বিমান বাহিনী খুইয়েছে ছ’টি যুদ্ধবিমান, দুটি হেলিকপ্টার, একটি পণ্যবাহী বিমান ও একটি অনুশীলন বিমান৷ ২০১৭-১৮ তে সংখ্যা অনেকটাই কমেছে৷ সেই বছর বিমান বাহিনী হারিয়েছে দু’টি যুদ্ধবিমান ও একটি অনুশীলন বিমান৷ কিন্তু পরের বছর অর্থাৎ ২০১৮-১৯, এই সংখ্যাটা অনেকটাই বেড়ে গেছে৷ এ বছর এখন পর্যন্ত বিমান বাহিনীর খোয়া গেছে সাতটি যুদ্ধবিমান, দু’টি হেলিকপ্টার ও দু’টি অনুশীলন বিমান৷ সূত্রের খবর, যার ফলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বিমানবাহিনীর৷ একই ভাবে ভারতীয় বিমান বাহিনীর অস্ত্রাগারেও টান পড়েছে৷
চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ বালাকোট হামলার পরের দিন, একটি মিগ-২১ যুদ্ধবিমান খোয়ায় ভারতীয় বিমান বাহিনী৷ পাক যুদ্ধবিমান এফ-১৬ কে তাড়া করতে করতে এই বিমানটি নিয়েই সীমান্ত পেড়িয়ে পাকিস্তানের আকাশে ঢুকে পড়েন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান৷ একই দিনে ভেঙে পড়ে বিমানবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার৷ যার ফলে নিহত হন ছ’জন জওয়ান৷ এমনকী, চলতি মাসেই অরুণাচল প্রদেশে ভেঙে পড়ে বিমানবাহিনীর একটি আন্তনভ বিমান৷ সেখানেও প্রাণ হারান ১৩ জন কর্মী৷
সূত্র : সংবাদ প্রতিদিন