এখনও কমেনি নাগরিক ভোগান্তি
সারোয়ার জাহান : রাজধানীতে গ্যাস সংকট গেল কয়েকদিনের চেয়ে কিছুটা কমেছে। ফিলিং স্টেশনগুলোয় গ্যাসের চাপ আগের চেয়ে ভালো। ফলে যানবাহনের সারি আগের মতো দীর্ঘ নয়।
তারপরও গ্যাস নিতে অনেককেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। যদিও বাসাবাড়িতে গ্যাসের সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
রাজধানীর অন্যতম অভিজাত এলাকা ধানমন্ডি। নাগরিক জীবনের বহু মানবিক সংকটই এখানকার আভিজাত্যকে স্পর্শ করেনা।
তবে গেল কয়েক সপ্তাহের গ্যাস সংকট বেশ ভালোভাবেই ভোগাচ্ছে। ধানমন্ডিতেই গেল ২ দশক ধরে বাস করা শারমিন হককে। রান্না-বান্না এখন আর খুব একটা করেন না। তবে রসুইঘরের সমস্যাগুলো ভালোই বোঝেন। চুলায় ভাত চড়িয়েছেন ঘন্টা পেরিয়েছে, তবে গ্যাস সংকটে চাল আর সিদ্ধ হয়না। এখন সমাধান খুজছেন এলপি গ্যাসে।
ঢাকার উত্তর থেকে দক্ষিণ, সবখানেই এমন গ্যাস সংকট। দেশে এখন গ্যাসের ধারনাকৃত মজুদ আছে ১৪ ট্রিলিয়ন ঘনফুট। আগামীতে মজুদ ও চাহিদা, দুটোর কোনটিই আর না বাড়লে যা শেষ হতে বাকি আর হয়ত ১ যুগ।
গেল ১ ঘন্টা ধরে যে ভোগান্তির অংশ হয়েছেন সিএনজিচালক আবদুস সালাম। বৃহস্পতিবার গ্যাস সংকট কিছুটা কমাতে তার অপেক্ষার পালাটা আর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়নি।
রাজধানীর বেশ কটা ফিলিং স্টেশন ঘুরেই দেখা যায়, গ্যাসের চাপ আগের চেয়ে ভালো। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে এখনো সময় বাকি অনেক।
দেশে গ্যাসের মোট ব্যবহারের মাত্র ৫ ভাগ হয় সিএনজি স্টেশনে। আর ১২ ভাগ যায় বাসাবাড়িতে। চ্যানেল ২৪