এগিয়ে থাকবে নারী
জীবনযাত্রার ব্যয়ভার পুরুষের পাশাপাশি নারীকেও বইতে হয়। উন্নত জীবন যাপনে সে দায়বদ্ধতা আরও অনেক বেশি। নারীর মেধা আর মননের সঠিক চর্চা এনে দিতে পারে কাঙ্ক্ষিত উন্নতি। তাহলে আর নারী হিসেবে সমাজে পদদলিত হতে হবে না। পুরুষের পাশাপাশি নিজেকেও একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব। নিজেকে এগিয়ে নিতে দরকার বিশেষ কিছু বিষয়ে সঠিক চর্চা।
প্রাতিষ্ঠানিক শিক্ষা
একটা সময় ছেলেদের তুলনায় মেয়েরা লেখাপড়ায় অনেক বেশি পিছিয়ে ছিল। তারা ভাবনা ছিল, টাকা-পয়সাওয়ালা একটা ছেলের সঙ্গে বিয়ে হলে লেখাপড়ার দরকার নেই। আমাদের সমাজ সে চিন্তাধারা থেকে এখনও পুরোপুরি বদলায়নি। তবে বিয়ের আগে বা পরে, প্রাতিষ্ঠানিক শিক্ষাটা অবশ্যই মনযোগ সহকারে গ্রহণ করতে হবে। কারণ, জীবনের কোনো কাজেই শিক্ষার বিকল্প নেই। কখনো আবার তার গুরুত্ব চরম আকারে ধরা দেয়।
লক্ষ্য নির্ধারণ
নারী বলে পিছিয়ে থাকা নয়, ভাবতে হবে জীবনটা আপনার নিজের। আর নিজের জীবনের দায় অন্যের কাঁধে চাপানো কোনো বুদ্ধিমানের কাজ নয়। পরনির্ভরশীলতা আপনাকে হেয় বস্তুতে পরিণত করবে। হয়তো আপনার চাকরি করার প্রয়োজন নেই, তবুও নিজের একটা ক্যারিয়ার গড়ার চেষ্টা অবশ্যই থাকা উচিৎ। সব সময় স্বামীর সামনে হাত পেতে টাকা নেয়ার চেয়ে নিজের খরচ নিজে যোগানো কি যথেষ্ট সম্মানের নয়?
দক্ষতার পরিচয়
মেয়েরা আজকাল একাই সামাল দিচ্ছে সবদিক। ঘর সামলাচ্ছেন, ক্যারিয়ার সামলাচ্ছেন, সন্তান, পরিবার, সামাজিকতা সবকিছুই তারা সামলে নিচ্ছেন। একজন আধুনিক নারীকে সবদিক সামলে নিতে অবশ্যই দক্ষতার পরিচয় দিতে হবে।
আধুনিকতা বুঝতে হবে
আধুনিকতা মানে যখন তখন ঘুরে বেড়ানো, একাধিক প্রেমিক থাকা বা পরিবারের সঙ্গে দাপটের সঙ্গে আচরণ করা নয়, সেটা আপনাকে বুঝতে হবে। নিজের চিন্তা-চেতনায় আধুনিক থেকে নিজেকে সব ধরনের কুটিলতা মুক্ত রাখা। সঠিক জায়গায় উপযুক্ত সম্মান দেখানো এবং ন্যায় পথে চলায় আধুনিকতা। আর আধুনিক নারীর পরিচয়ও সেটা।
বিয়ের জন্য ব্যস্ত নয়
বিয়ে বা প্রেমের জন্য ব্যস্ত হয়ে জীবনের একটা বড় সময় নষ্ট করার কোনো মানে নেই। যুগলবন্দীতে ব্যর্থ হলে হতাশায় মূল্যবান সময় পার করাটা চরম ভোগান্তির। তাই সরল ধারায় চলায় মঙ্গল। নিজেকে গুছিয়ে তারপর বিয়ের সিদ্ধান্তে যাওয়া উচিৎ।
দায়িত্বশীল হওয়া
কেবল পুরুষের কাঁধে সব দায়িত্ব, নারীর নেই- এমন চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সংসারে হয়ে উঠুন একজন দায়িত্বশীল মেয়ে বা বউ। তাতে জীবন হবে সুন্দর ও সম্মানের।
বাংলামেইল২৪ডটকম