এবার আসছে স্মার্ট ওভেন
এতদিন পর্যন্ত স্মার্টফোনের চল ছিল। কিন্তু এবার বাজারে আসতে চলেছে স্মার্ট ওভেন। নতুন এই স্মার্ট ওভেন নিয়ে বাজারে নিয়ে আসছে ‘Whirlpool’ সংস্থা। রান্নার কাজ আরও সহজ করবার জন্যে নতুন এই প্রযুক্তি বাজারে নিয়ে আসা হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। স্মার্ট ওভেনে রান্না করতে দিয়ে আপনি যদি ভুলে যান তবে অটো মেসেজ ফোনে চলে যাবে। এর জন্যে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এমনকি এই স্মার্ট ওভেনকে ফোনের মধ্যমেও নিয়ন্ত্রণ করা যাবে। ২০১৬-র মধ্যে এই স্মার্ট ওভেন বাজারে কিনতে পাওয়া যাবে জানতে পারা গেলেও কিন্তু সঠিক সময় কিছু জানায়নি সংস্থার তরফ থেকে।