এবার গরু
এবার গরু
জগলুল হায়দার
——————-
গরু গরু এবার গরু
বাজার খানিক ভোগাবে
ভারত না হকো শুনছি তবে
বা্রমা গরু জোগাবে।
বা্রমা দিয়া এত্ত গরুর
কে চাহিদা মিটাবে?
ব্যাপারিরা দামের ঢোলক
আচ্ছা মতোই পিটাবে।
দামের বোঝাও দমে দমে
গরুর ঘাড়ে চাপতেছে
তাই তো ডড়ে দামের জ্ব্ররে
মানুষ এখন কাঁপতেছে।
কাঁপাকাঁপির শেষেও জানি
কোরবানি ঠিক চলবেরে
পাড়ায় পাড়ায় প্রাণে প্রাণে
ত্যাগের বাতি জ্বলবেরে।