এবার ছোটকাকু আসছেন বড় পর্দায়
ধারাবাহিক সিরিজ, বই, ধারাবাহিক নাটক এবং কমিকস বুকের পর এবার বড় পর্দায় সিনেমা হয়ে আসছে ‘ছোট কাকু’। মিডিয়া ব্যক্তিত্ব ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় ধারাবাহিক রহস্য রোমাঞ্চ কিশোর উপন্যাস ছোটকাকু’র প্রথম গল্প কক্সবাজারে কাকাতুয়া- নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন। ছোটকাকুর চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন নিজেই। এতে আরো অভিনয় করেছেন জহিরউদ্দিন পিয়ার, শামস্ সুমন, অর্ষা, সীমান্ত প্রমুখ। ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবসে চলচ্চিত্রটি মুক্তি পাবে। ইতোমধ্যে চলচ্চিত্রটি সেন্সর সনদ লাভ করেছে। ১৭ মার্চ দুপুর ৩.০৫ মিনিটে চলচ্চিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। একই সঙ্গে চলচ্চিত্রটি যমুনা বøক বাস্টার সিনেমাসসহ বেশ কয়েকটি হলে মুক্তি পাবে ১৮ মার্চ থেকে। ছোট কাকু বিপদ সংকুল পথে পা বাড়িয়ে রহস্যের কিনারায় পৌঁছাতে ভালোবাসেন। কক্সবাজারে কাকাতুয়া এমনই এক গল্প, যার মধ্যে আছে রোমাঞ্চ, রহস্য উত্তেজনায় ছোটকাকুর দু‘চোখ চক চক করছে…সকালে যার সঙ্গে দেখা হয়েছিলো তিনি রকিব স্যার… বহু বছর আগে এই প্রাচীন মুদ্রাটি রকিব স্যারকে ছোট কাকু দিয়েছিলেন। এমন এক গল্প নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে।