এবার জয়ার ‘বিউটি সার্কাস’
‘খাঁচা’, ‘পুত্র’র পর এবার ‘বিউটি সার্কাস’র শুটিং শুরু করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আগামী বছরের ২০ জানুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা মাহমুদ দিদার।
তিনি জানালেন, ‘সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুধু সময়ের অপেক্ষা। নেত্রকোনার বিরিশিরি থেকে ‘বিউটি সার্কাস’র যাত্রা শুরু হবে। শুরুর দিনে জয়া ছাড়াও মামনুর রশিদসহ অন্যান্য অভিনয়শিল্পীরা যোগ দেবেন।’
২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পায় ছবিটি। সিনেমা গল্প সার্কাসকে কেন্দ্র করে। ছবির কেন্দ্রীয় চরিত্র বিউটি হিসেবে দেখা যাবে জয়াকে। এছাড়াও আরো অভিনয় করছেন মামুনুর রশিদ।