এবার দুর্যোগের সময় মানুষ উদ্ধার করবে রোবট
দুর্যোগে মানুষের জীবন বাঁচাতে এবং ক্ষতিগ্রস্থ এলাকায় উদ্ধারকাজ চালাতে রোবট তৈরি করেছে জাপান। জাপানের নিউ এনার্জি এন্ড ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনইডিও) সম্প্রতি দুর্যোগ মোকাবিলায় সাহায্য করবে এমন একাধিক রোবট। দুর্যোগ মোকাবিলায় সাহায্যের জন্য তৈরি রোবটের মধ্যে অন্যতম হল এইচআরপি-২ কাই, জ্যাক্সন ও হাইড্রা। এইচআরপি-২ কাই হাঁটাচলা করতে পারে। অনেকটা পথ সহজে অতিক্রম করতে পারে এই রোবটটি।
অন্যদিকে, জ্যাক্সন রোবটটির মানুষের বিভিন্ন যন্ত্রপাতি বহন ও ব্যবহার করতে পারে। শুধু তাই নয়, মানুষের মতো দৌঁড়াতেও পারে এটি। মানুষের মতো প্রায় সব কাজই করতে পারে হাইড্রা। মানব শরীরের আদলে তৈরি বলে একে বলা হচ্ছে ‘হিউম্যানয়েড রোবট’। গিয়ারের বদলে ‘ওয়েল প্রেশার’ নির্ভর এই রোবট।
দুর্যোগকালীন সাহায্যের জন্যই ওই রোবটগুলো তৈরি করা হয়েছে। বিভিন্ন দুর্যোগ মোকাবেলা ও উদ্ধারকাজ পরিচালনান জন্য বিভিন্ন দেশে রোবটগুলোর বেশ চাহিদা রয়েছে বলে জানাগিয়েছে।