এবার বাণিজ্য মেলায় বাড়বে বিদেশি স্টল

এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশিদের অংশগ্রহণ বাড়বে বলে মনে করছেন আয়োজকরা। মেলায় বাংলাদেশের পাশাপাশি ২১টি দেশের প্যাভিলিয়ন ও স্টল বসবে।
১ জানুয়ারি থেকে রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হবে ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ওই দিন মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলার ব্যবস্থাপনায় রয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো।
রফতানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মো. ইউসুফ আলী জানান, এবারের মেলায় চীন, ভারত ও জাপানসহ ২১টি দেশ অংশ নিচ্ছে। এর জন্যও থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে মেলার সিংহভাগ কাজ শেষ হয়েছে।
তিনি আরো জানান, বিদেশের ৫২টি প্যাভিলিয়ন, ২টি ছোট প্যাভিলিয়ন ও ১৪টি স্টল এরই মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে।
মেলায় অংশগ্রহণকারী উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, নেপাল, চীন, ভুটান, জাপান, হংকং, মালয়েশিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মরোক্কো, তুরস্ক, মরিশাস, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও ঘানা।
রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে জানা গেছে, মেলায় ১৪টি ক্যাটাগরিতে মোট ৫৪৬টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে তিন ক্যাটাগরিতে ৩৪৭টি স্টল থাকবে। জেনারেল, রিজার্ভ ও বিদেশি এই তিন ক্যাটাগরিতে থাকবে ১১২টি প্যাভিলিয়ন। এ ছাড়া থাকবে ৫৬টি মিনি প্যাভিলিয়ন এবং ২৬টি ফুড স্টলসহ পাঁচটি রেস্তোরাঁ।
মেলায় দর্শনার্থীদের প্রবেশের জন্য থাকছে তিনটি গেট। প্রবেশ ফি হিসেবে প্রাপ্তবয়স্কদের ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের ২০ টাকা ধার্য করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছর ১৯টি দেশের ব্যাবসাপ্রিতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.