এবার রেডিও অনুষ্ঠান উপস্থাপনায় সাকিব আল হাসান

বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান সংবাদভিত্তিক একমাত্র রেডিও স্টেশন ধ্বনি ৯১.২ এফএম-এর সাথে ‘ফেস অফ রেডিও ধ্বনি হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী দুই বছর সাকিব কাজ করবেন ফেস অব রেডিও ধ্বনি হিসেবে। চুক্তি অনুযায়ী আগামী মার্চ থেকে রেডিও ধ্বনি ৯১.২ এফএম-এ খেলাভিত্তিক একটি অনুষ্ঠানও করবেন সাকিব আল হাসান। গত মঙ্গলবার সকাল ১১টায় খুলনার হোটেল সিটি ইনের সিটি কনভেনশন হলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ উপলক্ষে এখন খুলনায় অনুশীলন করছে বাংলাদেশ টিম। চুক্তি স্বাক্ষরের পর সাকিব বলেন, আশা করি ভাল কিছু হবে। সেই আশা থেকেই এই পার্টনারশিপটা করেছি। রেডিও ধ্বনির যে অনুষ্ঠানটি করব, ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব সেটা সাকসেসফুল করার জন্য। আশা করি, শ্রোতারা এই অনুষ্ঠানটি শুনবেন এবং পছন্দ করবেন। উপস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, একটু নার্ভাস। কখনও কোন অনুষ্ঠান উপস্থাপনা করিনি এবং ঐ ধরনের কোন অভিজ্ঞতা আমার নেই। তাছাড়া কথা কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করি না। আশা করি, এর মাধ্যমে আমার কথা বলার অভিজ্ঞতা হবে। রেডিও ধ্বনির পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মেহেদী মালেক সজীব। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনি ধন্যবাদ জানান সাকিবকে। তুলে ধরেন আগামী দিনের পরিকল্পনার কথা। তিনি বলেন, আমরা গর্বিত যে বাংলাদেশের প্রথম ডিজিটাল এফএম রেডিও স্টেশন রেডিও ধ্বনি, যেখানে আমরা সাকিবকে পেয়েছি। তিনি ফেস অব রেডিও ধ্বনি। যেখানে যা করব, সেখানে তিনি থাকবেন। মাসে আমরা চারটা অনুষ্ঠান করা চিন্তাভাবনা করেছি। প্রতিটি বিষয় নির্ভর করবে, সাকিবের সময় দেয়ার ওপর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হোসাইন চৌধুরী (রনি), নির্বাহী পরিচালক মেহেদী মালেক সজীব ও প্রধান বার্তা সমন্বয়ক শরীফ মুজিব, অনুষ্ঠান প্রধান নাফিজ রেদোয়ান শান্তসহ রেডিও ধ্বনির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.